মাহিন মাহবুব উল্লাহ — এক অপার সম্ভাবনাময় নাম, যিনি মেধা, মানবতা, ও সৃজনশীলতাকে একসাথে বয়ে নিয়ে চলেছেন। প্রযুক্তির জগতে দক্ষ, সাহিত্যে মননশীল, আবার সমাজসেবায় নিবেদিত প্রাণ। দিন শেষে তিনি শুধুই একজন আইটি অফিসার নন; তিনি একজন কবি, একজন স্বেচ্ছাসেবক, একজন স্বপ্নবাজ তরুণ।
একদিকে ওয়ালটনের কর্পোরেট জগতে কাজ করছেন, অন্যদিকে সিএসই-তে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন—দুটি ক্ষেত্রেই সমান দক্ষতায়। স্কুল-কলেজের গণ্ডি পেরিয়ে যখনই সময় পেয়েছেন, তিনি ছুটে গেছেন মানুষের পাশে—কোভিডের সময় ছিলেন ফ্রন্টলাইনার, রক্ত দিয়েছেন ১০ বার+, দুর্নীতিবিরোধী আন্দোলনে হয়েছেন মুখ্য ভূমিকা পালনকারী।
ছবির ভেতরেও তিনি খোঁজেন গল্প, স্মৃতিময় জায়গাগুলোকে আঁকড়ে ধরেন। কোনো metro station-এ তাঁর চলাফেরা হয়ে উঠতে পারে সিনেমার দৃশ্য, আবার ব্রহ্মপুত্র নদ পারে বসে লেখা যায় তাঁর হৃদয়ের গভীরের কবিতা।
মাহিন শুধু নিজের স্বপ্ন নিয়েই ভাবেন না, ভাবেন দেশের জন্য, মানুষের জন্য—একটি আলোকিত বাংলাদেশ গড়ার জন্য। সে চেষ্টায় তিনি ব্যবসা করছেন, ব্লগ লিখছেন, কনটেন্ট তৈরি করছেন। প্রতিটি জায়গায় তিনি রেখেছেন তাঁর ব্যক্তিত্বের ছাপ।
সারাংশে মাহিন হচ্ছেন একাধারে প্রযুক্তিবিদ, কবি, সমাজসেবক ও স্বপ্নবান দেশপ্রেমিক—একজন সত্যিকারের আধুনিক বীর।
0 Comments